পুলক সরকার, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
২৬ নভেম্বর/২৫
"দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী শুরু হয়েছে।
আজ বুধবার দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে জয়পুরহাট সদর উপজেলার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী এর উদ্বোধনী অনুষ্ঠান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আল-মামুন মিয়া। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপারের প্রতিনিধি এএসপি তুহিন রেজা। সদর উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ জিয়াউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুল ইসলাম।
এ সময় বক্তারা বলেন, দেশীয় জাতের উন্নয়ন ও আধুনিক প্রযুক্তির ব্যবহারই দেশের প্রাণিসম্পদ খাতে টেকসই অগ্রগতি আনতে পারে। এতে খামারিরা উপকৃত হবেন এবং আমিষ উৎপাদন আরও বাড়বে।
ডাঃ জিয়াউর রহমান বলেন, খামারিদের আধুনিক প্রযুক্তি ও নতুন উদ্ভাবনের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এই প্রদর্শনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমনটাই মনে করি আমরা।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।