মোঃ কামরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
ঢাকা প্রেস ক্লাবের সামনে অবস্থান রত ২৫ তম দিনের কর্মসূচি হিসেবে নন এমপিও শিক্ষকদের এমপিও ঘোষণা ও প্রঙ্গাপন দাবিতে প্রধান উপদেষ্টা র বাসভবন যমুনা ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন।
২৬ নভেম্বর বুধবার দুপুরে প্রেসক্লাবের সামনে থেকে এক দফা এক দাবি শ্লোগান তুলে যমুনা অভিমুখে যাত্রা শুরু করে। তারা সচিবালয়ের উত্তর ফটক প্রদক্ষিন করে যমুনা অভিমুখে রওনা হলে পুলিশের বাধার সম্মুখীন হন। এই বাঁধার কারণে শিক্ষকরা ক্ষোভে ফেটে পড়েন শ্লোগানে শ্লোগানে ঢাকার রাজপথ মুখরিত করে তোলেন। এমতাবস্থায় সকল শিক্ষক রাস্তায় শুয়ে পড়েন । এসময় নন এমপিও শিক্ষকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন নন এমপিও শিক্ষক ঐক্য জোটের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ সেলিম মিয়া বলেন ২৫ দিন ধরে রস্থায় অবস্থান করছি মানবেতর জীবনযাপন করে আমার অসুস্থ হয়ে পড়েছি । এমপিও না নিয়ে আমরা ঘরে ফিরে যাবোনা । প্রঙ্গাপন জারি করে আমাদের আবার ক্লাসে ফিরে
যাওয়ার ব্যবস্থা করুন মাননীয় প্রধান উপদেষ্টা ।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।