মোঃ সোলায়মান গনি উলিপুর উপজেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে বাউল শিল্পী আবুল সরকারের একটি বক্তব্যে ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে—এ অভিযোগে বিশাল বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৬ নভেম্বর ২০২৫, মঙ্গলবার) দুপুর ২টায় উলিপুরের ঐতিহ্যবাহী মসজিদুল হুদা (বড় মসজিদ) প্রাঙ্গণে তাওহিদী মুসলিম জনতা ব্যানারে এই সমাবেশ আয়োজন করা হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন হাজারো মুসল্লি, স্থানীয় আলেম-ওলামা, ধর্মপ্রাণ মানুষ এবং বিভিন্ন শ্রেণি-পেশার জনগণ। বক্তারা বলেন, আবুল সরকারের বক্তব্য মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে এবং সমাজে বিভ্রান্তি সৃষ্টি করছে। তারা আইনি ব্যবস্থা নেওয়া ও দায়িত্বশীল কর্তৃপক্ষকে সতর্ক থাকার আহ্বান জানান।
বক্তারা আরও জানান, ইসলাম ও মুসলমানদের মূল্যবোধকে অবমাননা করার কোনো ধরনের কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না এবং প্রশাসনকে এ ধরনের ঘটনা প্রতিহত করার দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।