মোঃ আরাফাত আলী(নওগাঁ জেলা প্রতিনিধি): গতরাতে (১৭নভেম্বর) নওগাঁ সদর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর তাওহিদের নেতৃত্বে একটি চৌকস দল অভিযান পরিচালনা করে বগুড়া ফুলতলা থেকে নওগাঁ বন্ধু মিতালি ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মামুনুর রহমানকে আটক করে।
নওগাঁ বন্ধু মিতালি ফাউন্ডেশন একটা বেসরকারি সংস্থা, অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে প্রায় ১৩,০০০(তের হাজার) গ্রাহকের কাছ থেকে প্রায়, একহাজার কোটি টাকার উপরে আত্মসাৎ করে গত মঙ্গলবার (১২নভেম্বর) তাদের বন্ধু মিতালি ফাউন্ডেশনের সব অফিস বন্ধ করে গা ঢাকা দেয়। গ্রাহকেরা কোন কুলকিনারা না পেয়ে প্রশাসনের বিভিন্ন অফিসে ধর্না দিতে থাকে। এই বিষয়ে নওগাঁ সদর মডেল থানায় দূইটি মামলা করেন গ্রাহকেরা। এই মামলার পরিপ্রেক্ষীতে, নওগাঁ সদর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর তাওহিদ তার চৌকস একটি সেনাবাহিনীর টিম নিয়ে, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, বন্ধু মিতালি ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃমামুনূর রহমান বগুড়া ফুলতলী একটি বাসায় অবস্থান করছেন। সেখান থেকে তাকে গতরাতে গ্রেফার করে আজ সকালে নওগাঁ সদর মডেল থানায় সোপর্দ করেন।
নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ নূরেআলম সিদ্দিকী জানান, 'তাকে প্রাথমিক জিজ্ঞাসা বাদ করে যদি,প্রয়োজ হয় তাহলে তার বিরুদ্ধে রিমান্ড চাওয়া হবে। এই রিপোর্ট লিখা পর্যন্ত তাকে থানা হাজতে রাখা হয়েছে। পরবর্তী সময়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জেল হাজতে প্রেরণ করা হবে।'
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: ব্লু ওয়াটার শপিং সিটি, জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।