মোঃ মেহেদী হাসান রানা ঢাকা প্রতিনিধি
বরিশালে জেলা পুলিশের ইতিহাসে প্রথম নারী পুলিশ সুপার (এসপি) নিয়োগ দেওয়া হয়েছে। নতুন পদায়ন হওয়া এসপির নাম ফারজানা ইসলাম।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ৬৪ জেলায় নতুন এসপি পদায়ন করা হয়। এরমধ্যে চারজন নারীর একজন হলেন ফারজানা। এর আগে বরিশাল জেলা পুলিশে এসপি পদে নারী পদায়ন হয়নি।
জানা গেছে, তিনি গত বছরের ২১ ডিসেম্বর থেকে রাজশাহী জেলা পুলিশ সুপার হিসেবে কাজ করছেন। এর আগে ঢাকায় পুলিশের বিশেষ শাখা এসবিতে ছিলেন। ২৫তম বিসিএসের এ কর্মকর্তা ২০০৬ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগদান করেন।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।