মোাঃ আব্দুর রশিদ, লালমনিরহাট প্রতিনিধি।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংরা ইউনিয়নে সীমান্ত সুরক্ষায় নতুন বিওপি (বর্ডার আউট পোস্ট) ক্যাম্প “চতুরবাড়ী বিওপি” এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রংপুর তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) অধীনে এ ক্যাম্পের উদ্বোধন করেন উত্তর-পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিজিবি দেশের সীমান্তরক্ষায় আস্থা ও নিরাপত্তার প্রতীক। সীমান্ত দিয়ে মাদক, চোরাচালান ও অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় কাজ করে যাচ্ছে।
তিনি সাংবাদিকদের প্রতি গুজব ও অপপ্রচার প্রতিরোধে সহযোগিতার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৬১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোঃ মুসাহিদ মাসুমসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা।
এই বিওপি স্থাপনের ফলে সীমান্ত এলাকাজুড়ে নিরাপত্তা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।