মোঃ মোবারক হোসেন, দীঘিনালা(খাগড়াছড়ি)প্রতিনিধি:
চট্টগ্রাম–খাগড়াছড়ি আঞ্চলিক সড়কের ফটিকছড়ি আমতলী এলাকায় বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় দ্রুতগতির দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পুলিশের এক উপ–পরিদর্শক (এসআই)সহ দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুইজন।
নিহতরা হলেন মানিকছড়ি থানার এসআই সাইফুল ইসলাম (৪০) এবং ফকিরপাড়া এলাকার মো. হাফিজ (৩০)।
এসআই সাইফুল মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মোহাম্মদ লেয়াকত আলীর ছেলে।
দুর্ঘটনায় কনস্টেবল আব্দুল্লাহ আল নোমান এবং মো. ইয়াসিন গুরুতর আহত হন। তারা একই মোটরসাইকেলে এসআই সাইফুল ও হাফিজের সঙ্গে অবস্থান করছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই মোটরসাইকেলই অতিরিক্ত গতিতে ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার করে আহতদের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের অবস্থা গুরুতর বলে জানান।
ফটিকছড়ি থানার তদন্ত কর্মকর্তা মো. রফিক বলেন, “একটি মোটরসাইকেলে দুই পুলিশ সদস্য এবং অপরটিতে দুই স্থানীয় যুবক ছিলেন। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই দুইজন প্রাণ হারান।”
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।