কচুয়া উপজেলা প্রতিনিধিঃ
কচুয়া উপজেলার সদর দক্ষিণ ইউনিয়নের বাখৈয়া গ্ৰামে পূর্বে শত্রুতার জের ধরে স্বামী স্ত্রীর উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে ওই গ্রামের মিয়াজী বাড়িতে এ ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
লিখত অভিযোগ সূত্রে বাদী আলাউদ্দিন বলেন, বাখৈয়া মিয়াজি বাড়ির আবুল হাসনাত ছেলে সাকিবুল হাসান গংদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আমাদের সাথে বিরোধ চলে আসছে । ওই বিরোধের জেরে ২৫ শে নভেম্বর মঙ্গলবার দুপুরে আমার বাড়ির সামনে বিবাদী সাকিবুল হাসান অহেতুক তর্ক বিতর্ক শুরু করে। তর্ক বিতর্কের এক পর্যায়ে আমি তাদেরকে বাঁধা দিলে বিবাদী সাকিব হোসেন,বোন সিফা আক্তার ও মা আমেনা বেগম উত্তেজিত হয়ে আমাকে অকথ্য ভাষায় গালমন্দ শুরু করেন। পুণরায় তাদেরকে বাধা দিলে আমাকে এলোপাতাড়ী মারধর করে আমার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর নীলাফুলা জখম করে এবং দুই চোখ সহ মাথার মধ্যে এলেপাতাড়ী আঘাত করে গুরুতর জখম করে। আমার ডাক চিৎকারে আমার স্ত্রী ঘটনাস্থল এসে আমাকে উদ্ধার করতে আসলে বিবাদী তাকেও এলোপাতাড়ী মারধর করে তাহার শরীরের বিভিন্ন ছানে গুরুতর নীনামুলা জখম এবং তাহাকে হত্যার উদ্দেশ্যে গলায় চাপ দিয়ে শ্বাসরুদ্ধ করেন। বিবাদীরা আমাদেরকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে সুযোগ মত পাইলে খুন জখম করিয়া লাশ গুম করিবে মর্মে হুমকি প্রদর্শণ করেন । ওই সময় আমার স্ত্রীর গলায় থাকা ৮ আনি ওজনের একটি স্বর্নের চেইন এবং আমার শার্টের পকেটে থাকা নগদ ৩১২০/-টাকা নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বিবাদীরা। স্থানীয় লোকজন এসে আমাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে ভর্তি করান।
বিবাদী সাকিবুল হাসান গংদের বক্তব্য জানতে ফোন করলে তাদের ব্যবহারিত মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
ছবি: কচুয়ায় পূর্বের শত্রুতার জের ধরে স্বামী ও স্ত্রীর উপর হামলার অভিযোগ।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।