মোঃ মেহেদী হাসান রানা ঢাকা প্রতিনিধি
বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অবিচল নেত্রী, দেশমাতা বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান।
আজ (শনিবার) এক বিবৃতিতে তিনি বলেন, বেগম খালেদা জিয়া জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতীক, বহুদলীয় গণতন্ত্র, জনগণের ভোটাধিকার ও মানবাধিকারের সংগ্রামে এক অবিস্মরণীয় নাম। আজ তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে- এ পরিস্থিতিতে তাঁর সুস্থতা দেশের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ইরান বলেন, দেশনেত্রীর সুস্থতা শুধু একটি রাজনৈতিক দলের বিষয় নয়; এটি সমগ্র জাতির অনুভূতির সঙ্গে জড়িত। তিনি জাতীয় ঐক্যের প্রতিক। তাঁর সুস্থতা, নিরাপত্তা ও উপযুক্ত চিকিৎসা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। আমরা বিশ্বাস করি, মহান আল্লাহ চাইলে সবই সম্ভব। তিনি দেশবাসীর প্রতি আন্তরিক আহ্বান জানিয়ে বলেন, আপনাদের প্রতিটি নেক দোয়া, কান্না, প্রার্থনা ও মুনাজাত আল্লাহর দরবারে কবুল হয়ে আমাদের প্রিয় নেত্রী আবারও সুস্থ হয়ে জাতিকে নেতৃত্ব দেবেন- এটাই আমাদের প্রত্যাশা।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা, অমানবিক আচরণ ও চিকিৎসা বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র দেশবাসী প্রত্যক্ষ করেছে। আজ তাঁর চিকিৎসা ও জীবন রক্ষার প্রশ্নে সরকারকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। মানবিক দিক বিবেচনায় অবিলম্বে উন্নত চিকিৎসার সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা এখন সময়ের দাবি।
মুস্তাফিজুর রহমান ইরান দেশের সব ধর্মপ্রাণ মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র-যুবক, শ্রমজীবী, কৃষক, প্রবাসীসহ সর্বস্তরের জনগণের প্রতি আবারও আহ্বান জানিয়ে বলেন-চলুন সবাই মিলে আমাদের মাতৃসম নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় মহান আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি। আমিন।
(লেবার পার্টি মিডিয়া সেল, ২৯ নভেম্বর ২০২৫)
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।