এস ডব্লিউ সাগর তালুকদার সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের শ্রীপুর জামেয়া খাদিজাতুল কুবরা (রাঃ) মহিলা মাদ্রাসার ছালানা ওয়াজ মাহফিল সম্পন্ন হয়েছে। গতকাল ৩০ নভেম্বর ২০২৫ ইংরেজি রোজ রবিবার দুপুর ১২ ঘটিকা হইতে রাত ১২ ঘটিকি পর্যন্ত সম্মেলন অনুষ্টিত হয়। মাও কামরুল ইসলাম, মাঃ আবুল কালাম আজাদ ও মাষ্টার কামাল উদ্দিন ও ওলিউর রহমানের সভাপতিত্বে ও অত্র মাদ্রাসার মোহতামিম মাঃ আলা উদ্দিন রেদওয়ান ও সাংবাদিক সাগর তালুকদারে সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে তাফসীর পেশ করেন, শায়খুল হাদিস আল্লামা আব্দুল মান্নান বালিউরী। প্রধান বক্তা ছিলেন হযরত মাঃ আব্দুল মুমিন সিলেট। বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করেন, হযরত মাঃ আব্দুল্লাহ আল মামুন ঢাকা, হযরত মাঃ ওবায়দুল্লাহ হেলাল ছাতক, হযরত মাঃ নিজাম উদ্দিন নোমানী শ্রীপুরী।
পরদিন সকাল ০৮ ঘটিকায় মহিলা সমাবেশ অনুষ্টিত হয়, এই সমাবেশে প্রধান অতিথির তাফসীর পেশ করেন, দারুল হেরা জামেয়ার সিনিয়র শিক্ষক হযরত মাঃ নুরুজ্জামান খাঁন, আরো বয়ান পেশ করেন,
মাওঃ ওয়ারিছ উদ্দিন মুন্না, মাওঃ আব্দুল মালিক।
মাহফিলে সার্বিক সহযোগিতায় ছিলেন, অত্র মাদ্রাসার পরিচালনা কমিটির, চান মিয়া, আছদ্দর আলী, আব্দুল হাই বশির, ডাঃ ছুবহান, তুরন মিয়া, ইসলাম উদ্দিন, জুলফিকার আলম, সুজন মিয়া, আতা মিয়া, জহুর উদ্দিন, কয়েছ আহমদ সহ এলাকার মুরব্বিয়ানে কেরাম যুবক সহ সর্বস্তরের মানুষ উপস্থিত হয়ে ইসলামি সম্মেলন কে সফল করেন।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।