ইয়াসিন আহমেদ শরিফ স্টাফ রিপোর্টার মৌলভীবাজার
নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রীমঙ্গলে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) সকাল ১০টায় নিসচা শ্রীমঙ্গল উপজেলা শাখার কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। পরে সকাল ১১টায় একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন নিসচা শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মোঃ আমজাদ হোসেন রনি। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলেন ট্রাফিক সার্জেন্ট ঝন্টু বৈদ্য। এছাড়াও উপস্থিত ছিলেন সহ সভাপতি মোঃ গোলাম রহমান মামুন, মোঃ আমির হোসেন,সাধারণ সম্পাদক অর্জুন ঘোষ, সাংগঠনিক সম্পাদক মোঃ আমজাদ হোসেন, দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক ঝলক দত্ত, সহ সাধারণ সম্পাদক আশিষ রবিদাস, দপ্তর সম্পাদক দুলা মিয়া, সদস্য মোঃ ইয়াসিন আহমেদ শরিফ, মোঃ আব্দুল হামিদ,সহ সংগঠনের সদস্যরা।
এসময় বক্তারা বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে জনসচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নেই। নিসচার দীর্ঘ ৩২ বছরের সংগ্রামে দেশে সড়ক নিরাপত্তা আন্দোলন নতুন মাত্রা পেয়েছে।
উল্লেখ্য, ১ ডিসেম্বর ২০২৫ নিরাপদ সড়ক চাই (নিসচা) তাদের সংগ্রাম, সাফল্য ও গৌরবের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন এর আহ্বানে সাড়া দিয়ে নিসচা শ্রীমঙ্গল উপজেলা শাখা সপ্তাহব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে, আলোচনা সভা, আনন্দ সমাবেশ, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা প্রদান, শিক্ষার্থীদের নিয়ে "নিরাপদ সড়ক চাই" শীর্ষক আলোচনা, প্রয়াত জনাহারা কাঞ্চন স্মৃতি পদক প্রদান, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।