মোঃ ছায়েদ আলী(শ্রীমঙ্গল প্রতিনিধি)
শ্রীমঙ্গল পৌর শ্রমিক অধিকার কমিটি অনুমোদন পেয়েছে। নতুন কমিটি শ্রমিকদের ন্যায্য অধিকার,নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে কাজ করবে।
বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ মৌলভীবাজার জেলা শাখার আওতাধীন শ্রীমঙ্গল পৌর কমিটির নতুন ২৭ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি সোমবার (১ ডিসেম্বর) আগামী এক বছরের জন্য অনুমোদন পেয়েছে। জেলা কমিটির সভাপতি খালেদ আহমদ ও সাধারণ সম্পাদক মোঃ মখলিছুর রহমান যৌথভাবে এই কমিটি অনুমোদন ও স্বাক্ষর করেন।
নতুন কমিটির সভাপতি হয়েছেন মোঃ গিয়াস উদ্দিন,সহ-সভাপতি মোহাম্মদ ছায়েদ আলী, সাধারণ সম্পাদক মোঃ রাফি আহমেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক মিজান মিয়া। এছাড়া সাংগঠনিক,অর্থ,দপ্তর,প্রচার,ক্রীড়া,ধর্ম,ত্রাণ ও দুর্যোগ এবং মহিলা বিষয়ক বিভিন্ন দায়িত্বে ২৩ জন কার্যকরী ও সহ-কার্যকরী সদস্য দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।
কমিটির সভাপতি মোঃ গিয়াস উদ্দিন বলেন, “শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে এই কমিটি দায়বদ্ধ ভূমিকা রাখবে। সংগঠনকে শক্তিশালী ও সক্রিয় করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” সাধারণ সম্পাদক মোঃ রাফি আহমেদ যোগ করেন,“শ্রমিকদের কল্যাণ, নিরাপত্তা ও সমস্যার সমাধানই আমাদের মূল লক্ষ্য। মাঠপর্যায় থেকে শ্রমিকদের পাশে দাঁড়ানো হবে আমাদের অঙ্গীকার।”
মহিলা বিষয়ক সম্পাদক জয়গুন বিবি বলেন, “নারী শ্রমিকদের নিরাপত্তা,মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে কার্যকর পরিকল্পনা নিয়ে আমরা কাজ শুরু করব। যাতে তারা কর্মক্ষেত্রে সম্মান ও সুযোগ পান।”
জেলা সভাপতি খালেদ আহমদ কমিটির অনুমোদনকালে মন্তব্য করেন,“শ্রমিকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের অধিকার ও নিরাপত্তা রক্ষায় নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সংগঠনকে আরও গতিশীল করতে সবাইকে একত্রিত থাকতে হবে।
শ্রীমঙ্গল পৌর কমিটি “দুনিয়ার মজদুর এক হও” স্লোগানকে ধারণ করে শ্রমিকদের অধিকার রক্ষা, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ন্যায্য সুবিধা প্রদানে ধারাবাহিকভাবে কাজ করবে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।