প্রতিবেদকঃ গোলাম মোঃ রকিব, রাউজান উপজেলা প্রতিনিধি।
বিশ্বজুড়ে এখন আকাশছোঁয়া আধুনিক প্রযুক্তি। দেশে দেশে জীবনযাত্রার মান পরিবর্তন হচ্ছে দ্রুত। তাই আধুনিক বিশ্বের সাথে তালমিলিয়ে শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে দক্ষতা অর্জন করতে হবে। সেই সাথে ধর্মীয় মূল্যবোধ, আধ্যাত্মিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে সুন্দর দেশ গঠন করা সম্ভব হবে। গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান সরকারি কলেজ শাখার ব্যবস্থাপনায় আজ (১ ডিসেম্বর) সোমবার মহান বিজয় দিবস উপলক্ষ্যে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত পুরস্কার বিতরণ, ক্যারিয়ার কার্ণিভাল ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের চেয়ারম্যান ও চট্টগ্রাম কলেজের রসায়ন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. নু.ক.ম আকবর হোসেন (পিএইচডি)। গাউসিয়া কমিটি বাংলাদেশ, রাউজান সরকারি কলেজ শাখার সভাপতি মুহাম্মদ মনির উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ন সাধারণ সম্পাদক আবু হাসানের পরিচালনায় এতে উদ্বোধক ছিলেন রাউজান সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম নাওয়াজ চৌধুরী। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের যুগ্ম সচিব অধ্যাপক মুহাম্মদ গোফরান ও গহিরা জামেউল উলুম বহুমুখী কামিল মাদ্রাসার কামিল হাদিস বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা সাইফুল করিম নাঈম।
সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব তৌহিদুল করিম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি রাউজান উপজেলা (উত্তর) শাখার যুগ্ন সাধারণ সম্পাদক মাওলানা এম.এ মতিন, গাউসিয়া কমিটি সুলতানপুর (উত্তর) শাখার সভাপতি মাওলানা শওকত হোসাইন, রাউজান কলেজ গাউসিয়া কমিটির সাবেক সভাপতি নিয়াজুর রহমান সাবিক, গাউসিয়া কমিটি ৭ নং রাউজান ইউনিয়ন পূর্ব শাখার সাধারণ সম্পাদক তসলিম উদ্দীন বাদশা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ সিরাজুল ইসলাম, সাবের হোসেন, রবিউল হোসেন, রবিউল ইসলাম, মাইনুল ইসলাম, ইফতিকার হোসেন, রায়হান, মিজান, আরমান, হামিম, রাহাত, ফারেজ, নাঈম, শহীদুল, জোনায়েদ, আরফাত, রিয়াদ, শাহেদ প্রমুখ।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।