
মোঃ হোসাইন, গলাচিপা প্রতিনিধি
পটুয়াখালী জেলার অন্তর্গত গলাচিপা উপজেলার ‘হেলিপ্যাড মদীনাতুল উলূম মাদরাসার’ হিফজ বিভাগের ছাত্রদের পাগড়ি প্রদান ও সংবর্ধনা উপলক্ষ্যে এক বিশাল দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত মাহফিলে ৮জন ছাত্রকে পাগড়ি প্রদান করা হয়। তারা হচ্ছেন- হাফেজ আবু সাঈদ, হাফেজ আব্দুল্লাহ, হাফেজ ওমর ফারুক, হাফেজ রবিউল ইসলাম, হাফেজ ফাইজান, হাফেজ তামিম মাহমুদ, হাফেজ জাবের মাহমুদ, হাফেজ সালমান।
গত ২৯ ও ৩০ নভেম্বর (শনিবার ও রবিবার) দুই দিনব্যাপী তাফসিরুল কোরআন দোয়া ও মাহফিলের, সমাপনী রজনীতে ৯টা১৫ মিনিটের সময় হাফেজ ছাত্রদের আনুষ্ঠানিকভাবে পাগড়ি প্রদান ও সংবর্ধনা দেওয়া হয়।
হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষ্যে পুরো এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে আনন্দের জোয়ার। মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অভিভাবক, আলেম-উলামা ও এলাকাবাসী উৎসবমুখর পরিবেশে অংশ নেন। আরো অংশ নেন মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ।
অত্র মাদ্রাসা সংলগ্ন মাঠ প্রাঙ্গন অনুষ্ঠানে, হযরত মাওলানা মেরাজুল হক মাজহারী দাঃবাঃ পবিত্র কোরআন মুখস্ত সম্পন্ন করা হাফেজ ছাত্রদের মাথায় পাগড়ি পরিয়ে দেন। এই সময় উপস্থিত সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন। অনেকে জানান, দীর্ঘ পরিশ্রমের পর হাফেজ সম্পূর্ণ করা একটি বড় অর্জন, আর সেই আনন্দে পুরো এলাকাই এক হয়ে গেছে।
অনুষ্ঠানে দরুদ, দোয়া ও নসিহতের পাশাপাশি হাফেজ ছাত্রদের হাতে সনদপত্র এবং উপহার তুলে দেন অতিথিরা। শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষদের উপস্থিতিতে অনুষ্ঠানটি রূপ নেয় এক আনন্দঘন মিলনমেলায়।
মাদ্রাসা কর্তৃপক্ষ হাফেজ মুফতি মাওলানা মোঃ হেদায়েতুল্লাহ জানায়, “এ ধরনের অনুষ্ঠান তরুণদের কোরআনের প্রতি ভালোবাসা আরও বাড়িয়ে দেয়, তাই ভবিষ্যতে দস্তারবন্দী ( পাগড়ি প্রদান) অনুষ্ঠান আরও সুন্দরভাবে আয়োজন করা হবে।
স্থানীয়দের মধ্যে একজন বলেন, “ হাফেজদের সম্মাননা আমাদের গর্ব; আজকের দিনটি আমাদের সবার জন্য আনন্দের”। এছাড়া আরো বলেন, “এই মাদ্রাসা প্রতিষ্ঠালগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে, কোনদিন আমরা কোন ধরনের সমস্যা বোধ করিনি এবং ভবিষ্যতে কোন ধরনের সমস্যা হবে বলে আশা করি না”। জানা যায় যে, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা অলিউল্লাহ (রহ) একজন বিখ্যাত আলেম ছিলেন, স্থানীয়দের সব সময় সুখে দুঃখে কাছে রাখতেন। মাদ্রাসাটি প্রতিষ্ঠার পর থেকে বেশ সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। প্রতি বছর অনেক ছাত্ররা এখান থেকে হিফজ সম্পন্ন করেন। এটি উপজেলার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ হাফেজী মাদ্রাসা হিসেবে বিবেচিত।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।