পুলক সরকার, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
০২ ডিসেম্বর/২৫
জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের বড়মাঝিপাড়া গ্রামে মাত্র সাড়ে ১৭ ঘণ্টার ব্যবধানে একই পরিবারের তিনজনের মৃত্যুতে এলাকায় নেমেছে শোকের ছায়া।
রোববার রাতে প্রথমে মারা যান ক্যান্সারে আক্রান্ত যুবক তুহিন হোসাইন (২৫)। সোমবার সকালে তাকে দাফন করা হয়। এরপর সোমবার দুপুর পৌনে ১টায় মারা যান তুহিনের নানী সালেহা বেগম (৬৫)। মাত্র ৩৫ মিনিট পরই মারা যান সালেহার মেয়ে বিলকিস বেগম (৩৮)।
বিলকিসের শাশুড়ি ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলে তাকে দেখাশোনার সময় বিলকিসও অসুস্থ হন। একই সময়ে সালেহা বেগমও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। পরিবারের অভিযোগ, তারা ডায়রিয়ায় মারা গেছেন। তবে জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক বলেন, দুজনই ডায়রিয়া নয়, শ্বাসকষ্টে মারা গেছেন।
হঠাৎ তিন মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকায় গভীর শোক নেমে এসেছে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।