এস ডব্লিউ সাগর তালুকদারঃ সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ৭ নং লক্ষীপুর ইউনিয়নের মাঠগাঁও গ্রামে মৃত্যু আলাউদ্দিনের পুত্র নিরীহ মকবুল হোসেনের বাড়ীতে ভুক্তভোগী পরিবারের সদস্যরা এক জোনাকীর্ণ সংবাদ সম্মেলন করেছেন।
সোমবার (১ ডিসেম্বর) বিকেলে উপজেলার মাঠগাঁও গ্রামে এই সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার ২৭ শতাংশ জমির বৈধ কাগজ ও মালিকানা দাবি করেন। ঐ সময় তাঁরা বলেন,
বিবাদী গণের অত্যাচারে অসহায় পরিবারগুলোকে জোর পূর্বক বেদখল করার অভিযোগ তুলে ধরেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১ডিশেম্বর মকবুল হোসেন বাদি হয়ে নির্বাহী অফিসার বরাবরে একই গ্রামের মোঃ নজরুল ইসলাম ও আরো দুই তিনজন অজ্ঞাত নামা বিবাদীদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করেন মাঠগাঁও মৌজার জে এল নং এসএ-৭৩,আর এস-০২,খতিয়ান নং এস এ-১২২,আর এস-০২,দাগ নং. এস এ-১৭৮,আর এস-২৯০,পরিমাণ (২৭শতক)ছনখোলা বর্তমানে আমন ও গর্ত রকম ভূমির মৌরশি স্বত্ব এবং ওয়ারিশান সূত্রে মালিক হয়ে ভোগ দখলের কথা উল্লেখ করেন। তিনি আরোও বলেন,গত রবিবার দুপুরে বিবাদী নজরুল ইসলাম তাঁর সাথে আরও অজ্ঞাতনামা তিন চারজন বিবাদীদের নিয়ে প্রাণ নাশক অস্ত্রাদী সহ গৃহ নির্মাণ কাজ আরম্ভ করেন। ঐসময় গৃহ নির্মাণ কাজে বাঁধা নিষেধ করিলে উক্ত বিষয় কে কেন্দ্র করে বিবাদীরা অবৈধভাবে ২৭ শতাংশ জমি জোর পূর্বক ভোগ দখলের কথা উল্লেখ করেন।
এসময় জোনাকীর্ণ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী পরিবার মনসুর আলী,দুলাল উদ্দিন,মকবুল হোসেন,মাসুক মিয়া,রহিমা খাতুন,রাশিদা বেগম,রাবিয়া বেগম,লাকীমা বেগম,শাহজাহান,জমিলা খাতুন,প্রমুখ।
এই বিষয়ে জানতে চাইলে নির্বাহী অফিসার অরূপ রতন সিংহ জানান,সরমিনে তদন্ত সাপেক্ষে আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করবেন।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।