মোছাদ্দেক সৈকত, স্টাফ রিপোর্টার রংপুর
গংগাচড়া সরকারি কলেজের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের বরণ করেছে ছাত্র অধিকার পরিষদের গংগাচড়া কলেজ শাখা। বৃহস্পতিবার সকালে কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া–১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী হানিফুর রহমান সজিব। সম্মানিত অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মোয়াজ্জেম হোসেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন গঙ্গাচড়া সরকারি কলেজ ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. ইমরান ইসলাম রবি।
নবীন শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতা, তাৎক্ষণিক উপহার বিতরণসহ আকর্ষণীয় নানা আয়োজন করা হয়। নতুনদের হাতে স্মারক ও বই তুলে দিয়ে বরণ করে নেয় সংগঠনটি।
বক্তব্যে প্রধান অতিথি হানিফুর রহমান সজিব বলেন, “শিক্ষার্থীরাই জাতির সবচেয়ে বড় শক্তি। শিক্ষা, নৈতিকতা ও দায়িত্ববোধ নিয়ে এগিয়ে গেলে জাতিও এগিয়ে যাবে।”
বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের মাধ্যমেই গড়ে উঠবে সমৃদ্ধ আগামীর বাংলাদেশ। সৎ, দায়িত্বশীল ও মানবিক নাগরিক হিসেবে বেড়ে উঠার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীরা নতুন পরিবেশে পথচলার উচ্ছ্বাস ও আনন্দ ভাগাভাগি করেন।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।