মোঃ রায়হান মিয়া কচুয়া চাঁদপুর প্রতিনিধি।
চাঁদপুরের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করা হয়েছে। এ দাবিতে পর্যায়ক্রমে তিন দফা কর্মসূচি পালন করছেন সংশ্লিষ্ট টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী—
৩০ নভেম্বর ২০২৫, রবিবার: সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত দুই ঘণ্টার কর্মবিরতি পালন করা হয়।
০৩ ডিসেম্বর ২০২৫, বুধবার: সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন হবে।
০৪ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার: সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করা হয়।
প্রতিবাদকারী টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা কার্যকর করেনি। ফলে ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তারা এই শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছেন।
কর্মবিরতির কারণে হাসপাতালের বিভিন্ন ডায়াগনস্টিক সেবা ও ওষুধ সরবরাহ কার্যক্রমে আংশিক বিঘ্ন সৃষ্টি হয়েছে। তবে জরুরি সেবা সচল রয়েছে বলে স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কচুয়া—মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের ব্যানারে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে। আন্দোলনকারীরা দ্রুত তাদের দাবির বাস্তবায়ন না হলে বৃহত্তর কর্মসূচির ঘোষণার হুঁশিয়ারিও দিয়েছেন।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।