মোঃ হাফিজুর রহমান প্রতিনিধি (মধুপুর) টাঙ্গাইল
শনিবার (৬ডিসেম্বর২০২৫)বিকালে টাঙ্গাইল মধুপুর উপজেলা ধীন ১নং কুড়ালিয়ার ধলপুর বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে জামায়াতের প্রার্থী অধ্যক্ষ মন্তাজ আলী নির্বাচনীয় পথসভা অনুষ্ঠিতএখন হয়।
১নংকুড়ালিয়া ইউনিয়ন জামায়াত ইসলামীর সভাপতি ডাঃমোরশেদ আলীএর সভাপতিত্বে এ পথসভার আয়োজন করা হয়।
উক্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদের সদস্য, ও টাঙ্গাইল ১ (মধুপুর-ধনবাড়ি) আসনের জামায়েত ইসলামের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মুন্তাজ আলী
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মধুপুর উপজেলা জামায়েত ইসলামের সেক্রেটারি, মাওলানা রেজয়ানুল্লাহ খান। মধুপুর উপজেলা জামায়তের ইসলামের অফিস সেক্রেটারি মাওলানা মোঃ হাফিজুর রহমান,
মধুপুরে যুব জামায়াতের ইসলামীর সভাপতি, সাইফুল্লাহ বিন মামুন
মধুপুর যুব জামায়াতের সেক্রেটারি মোঃমামুন আজাদ ,মধুপুর পৌর জামায়েত ইসলামীর সভাপতি, মাওলানা ইকবাল হোসেন, সহ মধুপুর উপজেলা পৌর ইউনিয়ন জামায়াতের সিনিয়র নেতৃবৃন্দ, উপস্থিত ছিলেন।
অধ্যক্ষ মন্তাজ আলীর তার বক্তব্যে জানান আগামী নির্বাচনে, বিজয়ী হতে পারলে সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত একটি সমাজ গঠন করা হবে বলে জানান, উপস্থিতি সকলের কাছে ভোট প্রার্থনা করে তার বক্তব্য সমাপ্তি করেন।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।