মোঃ ছায়েদ আলী(শ্রীমঙ্গল প্রতিনিধি)
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ইনার হুইল ক্লাব (IWC)–এর আয়োজনে ‘মেগা জয়েন্ট প্রজেক্ট ২০২৫–২০২৬’ সম্পন্ন হয়েছে। শনিবার সকালে শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পল হ্যারিস ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সামাজিক উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে বিভিন্ন সুবিধাবঞ্চিত মানুষের হাতে কর্মসংস্থানমুখী উপকরণ তুলে দেওয়া হয়েছে।
স্থানীয় একটি মাদ্রাসায় ১৬টি মশারি, দুইজন তাঁতিকে ২টি তাঁত মেশিন, একজনকে সবজি বিক্রির জন্য একটি ভ্যানগাড়ি এবং দুইজন চা শ্রমিকের মাঝে ২টি সেলাই মেশিন প্রদান করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইনার হুইল ক্লাবের সাধারণ সম্পাদক সামশুন্নাহার খান বৃষ্টি। ডা. পুষ্পিতা খাস্তগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিদা আক্তার এবং রোটারিয়ান সিরাজুল ইসলাম খান। এ ছাড়া ইনার হুইল ক্লাবের সদস্যবৃন্দ, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং উপকারভোগীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সামশুন্নাহার খান বৃষ্টি বলেন, 'সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে আমরা সবসময় কাজ করে যাচ্ছি। আমাদের দেওয়া উপকরণগুলো কর্মসংস্থান সৃষ্টি করবে এবং দরিদ্র মানুষের স্বনির্ভরতা ও সামাজিক অগ্রগতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমরা বিশ্বাস করি। আমাদের ক্ষুদ্র প্রয়াস যদি কারও জীবনে উন্নতির দ্বার উন্মুক্ত করে, সেটাই আমাদের সবচেয়ে বড় অর্জন।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।