মোঃ রায়হান মিয়া কচুয়া চাঁদপুর প্রতিনিধি।
চাঁদপুরের কচুয়া উপজেলার তেতৈয়া থেকে উজানী হয়ে নবাবপুরমুখী গুরুত্বপূর্ণ সড়কটি বর্তমানে চরম ঝুঁকির মধ্যে রয়েছে। উজানী শিকদার বাড়ির মোড়ে সড়কের একটি বড় অংশ ভেঙে পাশের পুকুরে তলিয়ে গেছে। এর ফলে যাতায়াতকারী শত শত গাড়ি প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন।
স্থানীয়রা জানান, বেশ কিছুদিন আগে থেকেই সড়কের ওই অংশে ফাটল দেখা দেয়। কিন্তু যথাসময়ে মেরামতের উদ্যোগ না নেওয়ায় মাটি ধসে প্রায় অর্ধেক সড়ক ভেঙে পড়েছে। এখন ছোট যানবাহন, ইজিবাইক ও মোটরসাইকেলগুলোকে জীবনের ঝুঁকি নিয়ে এক পাশে সরু অংশ দিয়ে পাড় হতে হচ্ছে।
চালক ও পথচারীদের দাবি, এ সড়কটি তেতৈয়া–উজানী–নবাবপুরের প্রধান যোগাযোগ পথ হওয়ায় প্রতিদিন অসংখ্য যাত্রী, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা এটি ব্যবহার করেন। দুর্ঘটনার আশঙ্কা এখন যেকোনো সময় বাস্তবে পরিণত হতে পারে।
স্থানীয়দের অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এলাকাবাসী দ্রুত সড়কের ভেঙে যাওয়া অংশ মেরামত ও স্থায়ী সংস্কারের দাবি জানিয়েছেন।
সংশ্লিষ্ট দপ্তর দ্রুত ব্যবস্থা নেবে—এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।