মোঃ কামরুল ইসলাম,, রায়গঞ্জ,(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পারিবারিক অভিমানের জেরে মোছাঃ আদুরি খাতুন (১৪) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে।
রবিবার (০৭ ডিসেম্বর ২০২৫) বিকেল আনুমানিক ৬টা ৩০ মিনিটের দিকে উপজেলার ঝাপড়া রামনাথ এ ঘটনা ঘটে।
নিহত আদুরি খাতুন ওই এলাকার আব্দুল হাইয়ের মেয়ে। পরিবার সূত্রে জানা যায়, অভাব-অনটনের কারণে সংসারে প্রায়ই মনোমালিন্য ও বকাঝকা হতো। এতে মনঃক্ষুণ্ণ হয়ে আদুরি সবার অগোচরে নিজের টিনের ঘরের দরজার ধরনায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নেয়।
কিছুক্ষণ পর তার বাবা ঘরে ঢুকে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ডাক চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসে এবং তাকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা ধানগড়া ক্লিনিকে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে রায়গঞ্জ থানার সাব-ইন্সপেক্টর নীল কমল জানান, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মরদেহটি ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।"
স্থানীয়রা জানান, পারিবারিক মানসিক চাপ ও দারিদ্র্যের কারণে মেয়েটি হতাশায় ভুগছিল। তারা ঘটনাটিকে অত্যন্ত হৃদয়বিদারক উল্লেখ করে কিশোর-কিশোরীদের মানসিক সাপোর্ট দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।