এস ডব্লিউ সাগর তালুকদার সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম তালুকদার-এর আমন্ত্রণে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে এক সৌহার্দ্যপূর্ণ, গঠনমূলক ও ফলপ্রসূ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ডিসেম্বর) সকাল ১১টায়, ওসির কার্যালয়ে এসভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ ও তথ্যপ্রবাহের স্বচ্ছতার পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও স্বচ্ছ নির্বাচনী পরিবেশ বজায় রাখার বিষয়টি প্রধান আলোচ্য হিসেবে উঠে আসে। ওসি তরিকুল ইসলাম নির্বাচনকালীন সময়ে অপপ্রচার প্রতিরোধ, চাঁদাবাজি দমন, ভোটারদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সংঘাত এড়াতে পুলিশের প্রস্তুতির কথা তুলে ধরেন।
এছাড়াও তিনি উপজেলায় বর্তমান জুয়া, মাদক ও চোরাচালান প্রতিরোধে শূন্য সহনশীলতার নীতি অনুসরণের অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, সীমান্তঘেঁষা এই উপজেলার নিরাপত্তা রক্ষায় মাদক ও চোরাপথে পণ্য প্রবেশ রোধে কঠোর অভিযান অব্যাহত থাকবে। যুবসমাজকে ধ্বংসের পথে ঠেলে দেওয়া মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা এবং জড়িতদের আইনের আওতায় আনতে সাংবাদিক সমাজের সহযোগিতা অত্যন্ত জরুরি বলে তিনি মত প্রকাশ করেন।
প্রেসক্লাব নেতৃবৃন্দ নবাগত ওসিকে স্বাগত জানিয়ে জুয়া, মাদক ও চোরাচালান রোধসহ আসন্ন জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিক সমাজ দায়িত্বশীল ভূমিকা রাখার আশ্বাস দেন।
সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন, সহ সভাপতি হাবিবুল্লাহ হেলালি, বজলুর রহমান, আবু সালেহ মো আলা উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মোতালেব ভূইয়া, সহ সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, শাহ মাসুক নাঈম,সাংগঠনিক সম্পাদক মামুন মুনশি, অর্থ সম্পাদক সুহেল মিয়া, প্রকাশনা সম্পাদক আবুবকর সিদ্দিক, দপ্তর সম্পাদক আক্তার হোসেন সুমন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফারুক মিয়া, সাংস্কৃতিক সম্পাদক শাহনুর ওয়াদুদ সাগর তালুকদার , ক্রীড়া সম্পাদক মাসুদ রানা সোহাগ, সদস্য ইসমাইল হোসেন ও শাহ আলম।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।