মোঃ মোবারক হোসেন, দীঘিনালা(খাগড়াছড়ি)প্রতিনিধি:
হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে ইট উৎপাদনের অভিযোগে খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার চারটি ইটভাটায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রস্তুতকৃত বিপুল পরিমাণ ইট নষ্ট করা হয় এবং ভাটা মালিকদের দেওয়া হয় কঠোর সতর্কবার্তা।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে পরিবেশ অধিদপ্তর, খাগড়াছড়ি জেলা কার্যালয়ের সহকারী পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশাসন জানায়, পরিবেশের ক্ষতিকর প্রভাব রোধে এবং হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে অবৈধ ইট উৎপাদনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে উপজেলা প্রশাসন। নিষেধাজ্ঞা বহাল থাকা সত্ত্বেও চারটি ইটভাটা চালু দেখে তাৎক্ষণিকভাবে তাদের প্রস্তুত ইট নষ্ট করে দেওয়া হয়।
এ সময় ভাটা মালিকদের উদ্দেশ্যে ইউএনও মাহমুদুর রহমান বলেন, “হাইকোর্টের নির্দেশনা অমান্য করলে আইনগত ব্যবস্থা আরও কঠোর হবে। পরিবেশ রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালকও ইটভাটা মালিকদের নিয়ম মেনে ভাটা পরিচালনা এবং পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন।
প্রশাসনের এমন উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি দেখা গেছে। স্থানীয়দের মতে, অবৈধ ইটভাটা কৃষিজমি, বনভূমি ও পরিবেশের জন্য হুমকি হয়ে উঠেছিল—এ ধরনের অভিযান পরিবেশ সুরক্ষায় বড় ভূমিকা রাখবে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।