আরাফাত হোসেন (অনলাইন রিপোর্টার): বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ছাত্রসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাবি শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয় গত ১৪/১১/২০২৪। কমিটি ঘোষণার পর কিছু অভিযোগ উত্থাপিত হলে সেই প্রেক্ষিতে কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে অভিযোগসমূহের তদন্তের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়। উক্ত তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে নিম্নোক্তদের স্ব স্ব পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়। সপ্তাহ পার হবার আগেই অব্যাহতি দেওয়া হয় দলটির ঢাবি শাখার সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রিমন, মাহাদী হাসান নিয়ন, জেন্ডার ন্যায্যতা ও সমতা বিষয়ক সম্পাদক সৈয়দা সুকাইনা নাফিসা তরঙ্গ, সহ-পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদ ইমরান হোসেন এবং সদস্য আব্দুল্লাহ আল মামুন, রায়হান হোসেনকে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই নির্দেশনা প্রদান করেছেন। তদন্ত প্রক্রিয়াটি চলমান থাকবে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।