মোঃ রায়হান মিয়া কচুয়া (চাঁদপুর), প্রতিনিধি:
আজ ১২ ডিসেম্বর ২০২৫ খ্রি. মরহুম আলহাজ্ব আখতারুজ্জামান ভূঁইয়া (তপন)-এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। তিনি ১২-১২-২০২৩ খ্রি. তারিখে ইন্তেকাল করেন।
দিবসটি উপলক্ষে মরহুমের পরিবার ও স্বজনদের উদ্যোগে দোয়া মাহফিল ও কোরআনখানি অনুষ্ঠিত হয়। এতে আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।
মরহুম আলহাজ্ব আখতারুজ্জামান ভূঁইয়া (তপন) ছিলেন একজন সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ব্যক্তি। তিনি মানুষের কল্যাণে কাজ করে এলাকায় সুপরিচিত ও সম্মানিত ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবার ও এলাকায় যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা আজও অনুভূত হচ্ছে বলে জানান উপস্থিত মুসল্লি ও এলাকাবাসী।
শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।