উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
‘মানুষ তার স্বপ্নের সমান বড়’—এই প্রবাদটি যেন বাস্তবে অক্ষরে অক্ষরে প্রমাণ করে দেখাল উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আশিকুল ইসলাম। দারিদ্র্য ও প্রতিকূলতাকে সঙ্গী করেই বেড়ে ওঠা এক রিকশাচালকের এই সন্তান অদম্য ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জন করেছে কাঙ্ক্ষিত সাফল্য। ২০২৫ সালের মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে।
আশিকুল ইসলামের এই অনন্য সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছে উলিপুর উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন।
এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সীমিত আর্থিক সামর্থ্যের মধ্যেও আশিকুল যে সাফল্য অর্জন করেছে, তা শুধু তার পরিবারের জন্য নয়, বরং পুরো এলাকার জন্য গর্বের বিষয়। এই আর্থিক সহায়তা তার মেডিকেল শিক্ষাজীবনের প্রাথমিক ব্যয় নির্বাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, আশিকুলের পরিবারবর্গসহ সংশ্লিষ্টরা। সহায়তা গ্রহণের পর আশিকুল ইসলাম বলেন, “উপজেলা প্রশাসনের এই সহায়তা ও অনুপ্রেরণা আমাকে আরও এগিয়ে যেতে সাহস জোগাবে। আমি একদিন একজন ভালো চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চাই।”
উপজেলা প্রশাসনের এমন মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করে স্থানীয়রা বলেন, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ালে তারা আরও উৎসাহিত হবে এবং ভবিষ্যতে সমাজ ও দেশের জন্য মূল্যবান সম্পদে পরিণত হবে।
আশিকুল ইসলামের এই সাফল্য আবারও প্রমাণ করে দারিদ্র্য কখনোই স্বপ্নের পথে চূড়ান্ত বাধা হতে পারে না, যদি থাকে অদম্য সংকল্প, অধ্যবসায় ও দৃঢ় মনোবল।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।