হাফিজুর রহমান প্রতিনিধি (মধুপুর )টাঙ্গাইল
শুক্রবার (১৯ডিসেম্বর) টাঙ্গাইল মধুপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীকে নৃশংস হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার জুমার নামাজের পর সকল দল-মত নির্বিশেষে লোক জন মধুপুর আনারস চত্বরে সমাবেত হতে থাকে, পরে আনারস হতে একটি ভিক্ষোব মিছিল বের হয়। মিছিলটি মধুপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আনারস চত্বরে এসে একটি সমাবেশের আয়োজন করেন। উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন, ২৪শে জুলাই আন্দোলনের সহ যোদ্ধার কর্মীবৃন্দ, সর্বদলীয় কর্মীবৃন্দ ও জনসাধারণ।
তিনি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন।
১২ ডিসেম্বর ২০২৫ তারিখে ঢাকার বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হয়ে তিনি আহত হন এবং পরে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )
ওসমান হাদীর মৃত্যুতে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
ওসমান হাদী ভারত-বিরোধী মন্তব্যের জন্য পরিচিত ছিলেন এবং তাঁর হত্যার ঘটনায় ভারতীয় গুপ্তচরদের জড়িত থাকার অভিযোগ উঠেছে।
বক্তব্যের সকলেই জানেন, ওসমান হাদীকে যাহারা হত্যা করেছে, হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। এবং তাহার রুহের মাগফিরাতের জন্য মোনাজাত করা হয়।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।