মোঃ রায়হান মিয়া কচুয়া চাঁদপুর প্রতিনিধি।
চাঁদপুরের কচুয়া উপজেলার সা’দ ইন্টারন্যাশনাল বুরগী গ্রামে আজ বিকালে সা’দ ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্যোগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক সিআইপি (CIP) সম্মাননা প্রাপ্ত জনাব আব্দুল কাইয়ুম মির্জাকে সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সা’দ ইন্টারন্যাশনাল মাদ্রাসার সভাপতি হাজী মাকসুদ আলীর সভাপতিত্বে এবং মাদ্রাসার অধ্যক্ষ ইসমাইল হোসেন সিরাজীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআইপি সম্মাননা প্রাপ্ত বিশিষ্ট সমাজসেবক ও প্রবাসী ব্যক্তিত্ব আব্দুল কাইয়ুম মির্জা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ উৎসাহী সদস্য ও মনপুরা বাতাবাড়ীয়া জাফর আলী মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম খলিল, কচুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, সা’দ ইন্টারন্যাশনাল মাদ্রাসার সহ-সভাপতি মাস্টার গোলাম সরোয়ার, মাদ্রাসার সদস্য নজরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক গাজী জাহাঙ্গীর, তাবারুক উল্লাহ, মহিউদ্দিন খান এবং মাকসুদ আলী ফাউন্ডেশনের ম্যানেজার এ এইচ রবি।
বক্তারা বলেন, প্রবাসে থেকে দেশের অর্থনীতি ও সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সরকার কর্তৃক আব্দুল কাইয়ুম মির্জাকে সিআইপি সম্মাননায় ভূষিত করা কচুয়াবাসীর জন্য গর্বের বিষয়। তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে অনুষ্ঠানের সমাপ্ত হয়।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।