এডি পিনব (নিউজ ডেস্ক) :- অদ্য ১৭ নভেম্বর রবিবার সিলেট জেলার কোম্পানিগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় চালকের মৃত্যু হয়েছে। স্থানিয় সময় দুপুর দুই টায় সিলেট - ভোলাগঞ্জ এর সেবা ফিলিং স্টেশন এর সামনের মহাসড়কে ওভারটেক করতে যেয়ে বিপরীত দিক থেকে গতীতে ছোটে আসা ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যান চালক কিশোর।মোটরসাইকেল টিতে চালকের পাশাপাশি আরো দুইজন আরোহী ছিলেন, পরিস্থিতি বেপরোয়া দেখে আরোহীরা নেমে সরে গেলেও চালক পারেন নি।নিহতের পরিচয় কবির হোসেন (১৫) কবির কোম্পানিগঞ্জ উপজেলার দক্ষিণ ঢালাপাড়ার কুদ্দুস মিয়ার ছেলে।তবে বাকি দুই আরোহী অক্ষত আছেন বলে জানা গেছে।দূর্ঘটনার বিষয়টি সেবা সি এন জি ফিলিং স্টেশনের সি সি ক্যামেরা দেখে শনাক্ত করেছে কোম্পানিগঞ্জ থানার পুলিশ।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।