সুনামগঞ্জপ্রতিনিধি:
এস ডব্লিউ সাগর তালুকদার
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দেখার হাওরে বিষ ঢেলে ভাড়াখন্তার মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে ক্ষতিগ্রস্ত কৃষকের প্রায় ৩ লাখ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি স্থানীয় কৃষক মহলে চরম ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পলিরচর গ্রামের কৃষক সাদিম আলী নিজস্ব অর্থায়নে প্রায় ৭ লাখ টাকা ব্যয়ে পলিরচর-শ্রীপুর গ্রামের কৃষকদের যাতায়াত সুবিধার্থে দেড়শ ফুট দীর্ঘ একটি রাস্তা নির্মাণ করেন। পাশাপাশি নিজের জমিতে ভাড়াখন্তা খনন করে সেখানে মাছ চাষ শুরু করেন। কিন্তু সম্প্রতি রাতের আঁধারে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কে বা কারা ভাড়াখন্তায় বিষ ঢেলে মাছ নিধন করে। এতে মুহূর্তেই তার দীর্ঘদিনের পরিশ্রম ও বিনিয়োগ পানিতে ভেসে যায়।
ক্ষতিগ্রস্ত কৃষক সাদিম আলী বলেন,
'আমি নিজের টাকায় রাস্তা করেছি, খন্তা কেটেছি, মাছ চাষ করেছি। এতে গ্রামের মানুষ উপকার পেয়েছে। কিন্তু গভীর রাতে বিষ ঢেলে আমার সব শেষ করে দেওয়া হয়েছে। এখন আমি পথে বসেছি। এর সুষ্ঠু বিচার চাই।'
স্থানীয় কৃষকরা জানান, এটি শুধু একজন কৃষকের ক্ষতি নয়—এটি হাওরাঞ্চলে ব্যক্তিগত উদ্যোগে কৃষি ও মৎস্য চাষের ওপর সরাসরি হামলা। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
এ বিষয়ে দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
হাওরাঞ্চলে এ ধরনের ঘটনায় কৃষি ও মৎস্য খাতে অনিশ্চয়তা তৈরি হচ্ছে বলে মনে করছেন সচেতন মহল। তারা বলছেন, কঠোর নজরদারি ও দৃষ্টান্তমূলক শাস্তি ছাড়া এ ধরনের অপরাধ বন্ধ হবে না।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।