মোঃ সাজেদুর রহমান,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পত্নীতলায় শীতার্ত মানুষের মাঝে লেপ বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে' উইডেভস ফাউন্ডেশন এবং পউস নামক স্বেচ্ছাসেবী সংগঠন। বিগত বছরগুলোর মত এবারও ৭০০ লেপ বিতরণ কার্যক্রম পরিচালনা করছে এ সংগঠনটি। পত্নীতলা এবং পাশ্ববর্তী ধামইরহাট উপজেলার শীতার্তদের মাঝে ৭০০ লেপ বিতরণ কর্মসূচী হাতে নিয়েছে। এ ধরনের আয়োজনের জন্য এলাকাবাসীর কাছে প্রসংসা কুড়াচ্ছেন ।
পত্নীতলায় উপজেলা চকদোচাই গ্রামের শতবর্ষী মোঃ মজিবর রহমান (হামু) লেপ পাওয়ার অভিব্যক্তি ব্যক্ত করে বলেন, হিমেল রাতে ঘরের বেড়া দিয়ে শীত আসে। এখন লেপ পাওয়ায় শীত নিবারন হবে। লেপ প্রাপ্তিতে শিহাড়া ইউনিয়নের তেপুকুরিয়া গ্রামের উপজাতি সম্প্রদায়ের ভকের চোখে আনন্দ অশ্রু।
পউস অন্যতম সংগঠক মু. হাবীব সাত্তি বলেন, গত রাতেও পাঁচ পরিবারে লেপ পৌঁছে দেওয়া হয়েছে। এবছরে পর্যন্ত ১০২টি লেপ বিতরণ করা হয়েছে। এ কার্যক্রমে লেপ বিতরণের সংখ্যা গত ৫ বছরে ১৫০০' ছাড়িয়ে যাবে। সমাজের বিত্তবান ব্যক্তিরা এগিয়ে আসলে কেউই আর অসহায় থাকবেন না।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।