সুনামগঞ্জ প্রতিনিধিঃ এস ডব্লিউ সাগর তালুকদার
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বিচার-সালিশ ও আদালতের একাধিক চূড়ান্ত রায় উপেক্ষা করে এক যুক্তরাজ্যপ্রবাসীর ক্রয়কৃত জমি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসী পরিবার চরম নিরাপত্তাহীনতা ও হয়রানির মধ্যে দিন কাটাচ্ছে।
অভিযোগ অনুযায়ী, উপজেলার পাটলী ইউনিয়নের মোহাম্মদপুর (কচুরকান্দি) গ্রামের ইউকে প্রবাসী মো. আব্দুর রহমান রানু ও তার স্ত্রী আফি রহমান বৈধ মালিকদের কাছ থেকে জমিটি ক্রয় করে যথাযথভাবে নামজারি ও রেকর্ড সংশোধন সম্পন্ন করেন। পরবর্তীতে জমির দেখভালের দায়িত্ব আত্মীয় ও আমমোক্তার মোজাম্মেল হোসেনকে দেওয়া হয়। কিন্তু জমিটি পাশ্ববর্তী ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের বসন্তপুর গ্রামের বাসিন্দা ফেরদৌস মিয়ার বসতবাড়ির সংলগ্ন হওয়ায় তিনি ও তার প্রভাবশালী আত্মীয়স্বজন দীর্ঘদিন ধরে ওই জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে আসছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
এ ঘটনায় স্থানীয় পর্যায়ে একাধিকবার বিচার-সালিশ অনুষ্ঠিত হলেও বিবাদীপক্ষ কোনো সিদ্ধান্ত মানেনি। পরে ভুক্তভোগী পক্ষ ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারায় মামলা দায়ের করলে আদালত তাদের পক্ষে রায় প্রদান করেন। একই সঙ্গে জমির দখল পুনরুদ্ধারে দায়ের করা দেওয়ানি মামলাতেও প্রবাসী পরিবারের অনুকূলে রায় আসে। পরবর্তীতে আপিল আদালতেও সেই রায় বহাল থাকে।
ভুক্তভোগীদের অভিযোগ, আদালতের রায় বাস্তবায়নের পরিবর্তে প্রতিপক্ষ একের পর এক হয়রানিমূলক মামলা দায়ের করে, যা পরে নিজেরাই প্রত্যাহার করে নেয়। সর্বশেষ একই জমি নিয়ে ‘বাটোয়ারা মামলা’ দায়ের করায় নতুন করে উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী আফি রহমান বলেন,
'পরিকল্পিতভাবে আদালতের রায় ও প্রশাসনিক সিদ্ধান্ত অমান্য করে আমাদের জমি জবরদখলের চেষ্টা চলছে। আমরা আইন মেনে বিচার পেয়েছি, এখন চাই প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ।'
অন্যদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে ফেরদৌস মিয়া বলেন,
'আমি ওয়ারিস সূত্রে ওই সম্পত্তির দাবি করেছি। এ বিষয়ে বাটোয়ারা মামলা করেছি। আদালতের রায়ের অপেক্ষায় আছি।'
এ বিষয়ে ভুক্তভোগী পরিবার দ্রুত আদালতের রায় বাস্তবায়ন ও প্রশাসনের আইনানুগ পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।