পুলক সরকার, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
২২ ডিসেম্বর/২৫
জয়পুরহাটে 'ফান্ড রেইজিং স্ট্রাটেজি ডেভলপমেন্ট ফর লোকাল এনজিও' বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
এসোসিয়েশন অব ডেভলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশ (এডাব) এর আয়োজনে সোমবার দুপুরে জয়পুরহাট শহরের একটি বেসরকারি সংস্থা এসো'র প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন নাহার। এডাব জয়পুরহাটের সভাপতি কামরুজ্জামান সাজুর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসাবে অনুষ্ঠানে বক্তব্য দেন এডাপের পরিচালক জসিম উদ্দীন, এডাবের সেন্ট্রাল কমিটির সদস্য নুরুল আমিন দুদু, এসো'র নির্বাহী পরিচালক মতিনুর রহমান, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক ও এডাব জয়পুরহাট এর সদস্য সচিব স্থানীয় বেসরকারী সংস্থা উপমা’র নির্বাহী পরিচালক সুজন কুমার মন্ডল প্রমুখ।
অনুষ্ঠানে শেষে প্রশিক্ষণে অংশগ্রহনকারী রাজশাহী বিভাগের ২২টি এনজিও’র নির্বাহীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।