মো হাফিজুর রহমান প্রতিনিধি ( সখীপুর )টাঙ্গাইল
টাঙ্গাইলের সখীপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় উপজেলার কালমেঘা-নলুয়া সড়কের বেলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও দুজন আহত হয়।
নিহত ব্যক্তিরা হলো উপজেলার কালিদাস পালাউল্লাহপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে আবির হোসেন (১৬), একই এলাকার মায়েন উদ্দিনের ছেলে লিখন আহমেদ (১৬) এবং কালিদাস ফুলঝুরিপাড়া এলাকার প্রবাসী আব্দুর রউফের ছেলে সাব্বির হোসেন (২১)। আবির ও লিখন দুজনই কালিদাস কলতান বিদ্যানিকেতনের নবম শ্রেণির ছাত্র।
জানা গেছে, আজ সন্ধ্যায় দুই বন্ধু আবির ও লিখন মোটরসাইকেল নিয়ে নলুয়ার দিকে যাচ্ছিল। বেলতলী এলাকায় এলে সাব্বিরের মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আবির হোসেন ঘটনাস্থলেই মারা যায়। লিখন ও সাব্বিরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকা পাঠানো হয়। ঢাকা নেওয়ার পথে মির্জাপুরের গোড়াই এলাকায় লিখন এবং বোর্ডবাজার এলাকায় সাব্বির মারা যায়। এ ঘটনায় সাব্বিরের মোটরসাইকেলের দুই আরোহী আহত হন। উন্নত চিকিৎসার জন্য তাঁদের টাঙ্গাইল পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি।
কালিদাস গ্রামের ব্যবসায়ী লুৎফর রহমান জানান, একই গ্রামের তিনজনের মৃত্যুতে নিহত ব্যক্তিদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন চৌধুরী সাংবাদিকদের,জানান, ইতিমধ্যে দুজনের লাশ গ্রহণ করা হয়েছে। আরেকজনের লাশ এখনো এসে পৌঁছায়নি। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।