মোঃ রায়হান মিয়া কচুয়া চাঁদপুর প্রতিনিধি।
চাঁদপুরের কচুয়ায় স্বামীর পরকীয়া প্রেমে বাধা দেওয়াকে কেন্দ্র করে এক গৃহবধূকে ফের মারধরের অভিযোগ উঠেছে স্বামী মানিক হোসেনের বিরুদ্ধে। ভুক্তভোগী গৃহবধূ এ ঘটনায় কচুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আশরাফপুর ইউনিয়নের মাসনিগাছা গ্রামের বাসিন্দা ওই গৃহবধূর সঙ্গে প্রায় ২০ বছর আগে মোবাইলে পরিচয় প্রেমের মাধ্যমে বিবাহ হয়। বিবাহের পর কিছুদিন সংসার স্বাভাবিক থাকলেও পরবর্তীতে তার স্বামী অন্য এক নারীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি জানতে পেরে স্ত্রী বাধা দিলে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী গৃহবধূ জানান, তার দুটি ছেলে ও একটি মেয়ে রয়েছে পরকীয়া সম্পর্ক নিয়ে প্রতিবাদ করায় একাধিকবার তাকে মারধর করা হয়েছে। সর্বশেষ গত ২৬ নভেম্বর দুপুরের দিকে তাকে বেধড়ক মারধর করা হয়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন সৃষ্টি হয়। পরে স্থানীয়দের সহায়তায় তিনি প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, নির্যাতনের পাশাপাশি তাকে ভয়ভীতি ও মামলা প্রত্যাহারের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান ভুক্তভোগী।
এ বিষয়ে ভুক্তভোগী গৃহবধূ ন্যায়বিচার ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
কচুয়া থানার সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।