মোঃ সোলায়মান গনি, স্টাফ রিপোর্টার
কুড়িগ্রাম
কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও এমপি প্রার্থী ডা. আক্কাস আলীকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা চরমে পৌঁছেছে। তাঁর অতীত রাজনৈতিক ভূমিকা, একাধিক দলের সঙ্গে সংশ্লিষ্টতা এবং বিতর্কিত নির্বাচনে অংশগ্রহণ ঘিরে উঠেছে গুরুতর অভিযোগ।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ডা. আক্কাস আলীর রাজনৈতিক অতীত ভোটারদের মধ্যে আস্থাহীনতা ও বিভ্রান্তি সৃষ্টি করছে। অভিযোগ রয়েছে, ২০১৮ সালের বহুল আলোচিত ও বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। সে সময় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে মাঠপর্যায়ে কাজ করার অভিযোগও উঠে আসে, যা স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে।
এছাড়া ২০১৮ সালের উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে অংশগ্রহণ করাকে সমালোচকরা সুবিধাবাদী রাজনীতির উদাহরণ হিসেবে দেখছেন। আরও অভিযোগ রয়েছে, ২০২৪ সালের তথাকথিত ডামি নির্বাচনে ফ্যাসিবাদী শক্তির সহযোগী হিসেবে অংশগ্রহণের কারণে তাঁকে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে বহিষ্কার করা হয়েছিল—যা তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
স্থানীয় রাজনৈতিক সূত্রগুলোর অভিযোগ, ডা. আক্কাস আলী সরাসরি ও পরোক্ষভাবে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনঃবাস (পুনর্বাসন) করার ভূমিকা পালন করছেন। সমালোচকদের দাবি, বিরোধী কণ্ঠকে দুর্বল করতে এবং পুরোনো ক্ষমতাসীন বলয়কে নতুন রূপে উপস্থাপন করতেই এই কৌশল নেওয়া হচ্ছে। একই সঙ্গে অভিযোগ উঠেছে—এই পুনঃবাস প্রক্রিয়াকে আড়াল করতে অন্য সম্ভাব্য প্রার্থীদের বিরুদ্ধে ভুয়া, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ ছড়িয়ে পরিকল্পিতভাবে মিডিয়া ভরানো হচ্ছে।
তবে ডা. আক্কাস আলীর সমর্থকদের দাবি, তিনি বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন এবং নিয়মতান্ত্রিকভাবেই নির্বাচনী মাঠে রয়েছেন। স্থানীয় পর্যায়ে তাঁকে ঘিরে সমর্থন ও বিরোধ—উভয় অবস্থানই স্পষ্ট।
এ বিষয়ে ডা. আক্কাস আলীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, নির্বাচন যত ঘনিয়ে আসবে, এই বিতর্ক ততই আরও তীব্র রাজনৈতিক আলোচনার জন্ম দেবে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।