মোঃ হাফিজুর রহমান স্টাফ রিপোর্টার (ঘাটাইল )
টাঙ্গাইল
শনিবার (২৭ডিসেম্বর ২০২৫ ) সকাল আনুমানিক (০৭:৫০) ঘটিকায় সময় ঘাটাইল উপজেলার হরিপুর নামক স্হানে ঢাকাগামী বিনিময় এবং ময়মনসিংহগামী প্রান্তিক পরিবহনের মধ্যে ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঘটনা ঘটে। এ ঘটনার উভয় বাসের মোট ২২ জন আহত হয়েছেন। ফায়ার সার্ভিস ও থানা পুলিশ খবর পেয়ে দ্রুত আহতদের উদ্ধার করে। এদের মধ্যে ১২ জনের অবস্থা গুরুতর। ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান,
এরমধ্যে উন্নত চিকিৎসার জন্য ১১ জনকে ইতোমধ্যে টাঙ্গাইল পাঠানো হয়েছে এম্বুলেন্সে করে।
বাকি ১ জনকে ময়মনসিংহ মেডিকেলে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। অবশিষ্ট ১০ জনকে হালকা চিকিৎসা দিয়ে ডিসচার্জ করা হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী অফিসার জনাব মো আবু সাঈদ এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জাহিদুর রহমান।
মো: আবু সাঈদ
উপজেলা নির্বাহী অফিসার, গণমাধ্যম কর্মীদেরকে জানান, শীতের সকালে ঘন কুয়াশার কারণে, এ দুর্ঘটনার স্বীকার হয়েছে, এখনো কারো পরিচয় সনাক্ত করতে সনাক্ত করা সম্ভব হয়নি। আরো জানান, যাত্রীবাহী বাস চালকের উদ্দেশ্যে বলেন, শীতের সকালে কুয়াশায় থাকে তাই আরো গুরুত্ব সহকারে বাস নিয়ন্ত্রণ নিয়ে চালানোর নির্দেশ প্রদান করেন।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।