পুলক সরকার, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
২৭ ডিসেম্বর/২৫
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ঘোনাপাড়া সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কড়া প্রতিবাদ ও বাধার মুখে কাজ বন্ধ করে পিছু হটতে বাধ্য হয়েছে তারা।
শনিবার (২৭ ডিসেম্বর) পাঁচবিবি উপজেলার কয়া বিওপির আওতাধীন পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে। একই সীমান্তে এ নিয়ে তিনবার এমন অবৈধ কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টার ঘটনা ঘটল বিএসএফ।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরবেলা সীমান্ত পিলারের ২৮১ নম্বর মেইন পিলারের সাব-পিলার ৪৭, ৪৮ ও ৪৯ সংলগ্ন এলাকায় শূন্যরেখার (জিরো লাইন) কাছাকাছি বিএসএফ সদস্যরা কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা তাৎক্ষণিকভাবে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ কয়া বিজিবি ক্যাম্পে খবর দেন। বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন হচ্ছে বলে তাদের নির্মাণকাজে বাধা দেন। বিজিবির অনড় অবস্থানের মুখে বিএসএফ সদস্যরা কাজ বন্ধ করে সেখান থেকে সরে যান।
পরবর্তীতে উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষ থেকে এই অবৈধ অনুপ্রবেশ ও নির্মাণ প্রচেষ্টার তীব্র প্রতিবাদ জানানো হয়। বিএসএফের প্রতিনিধিরা ভবিষ্যতে এ ধরনের কাজ বন্ধ রাখা এবং ইতিমধ্যে স্থাপিত বেড়া সরিয়ে নেওয়ার আশ্বাস প্রদান করেন। এ ঘটনায় সীমান্ত এলাকায় স্থানীয়দের মধ্যে কিছুটা উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
জয়পুরহাট-২০ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ ইমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত আইন লঙ্ঘনের যেকোনো অপতৎপরতা রুখতে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে বিজিবি নিয়মিত টহল ও নজরদারি জোরদার করেছে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।