নিজস্ব প্রতিবেদক, কমলগঞ্জ | মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণের পথে আরও এক ধাপ এগিয়ে গেল। আজ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ওই অঞ্চলের বহু প্রতীক্ষিত ‘আদমপুর ইউনাইটেড কলেজ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন হয়েছে।
এই কলেজটি প্রতিষ্ঠার মাধ্যমে অবহেলিত দক্ষিণাঞ্চলের শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং উচ্চশিক্ষা প্রসারের ক্ষেত্রে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো।
কলেজটি প্রতিষ্ঠার পেছনে মূল কারিগর হিসেবে রয়েছেন মরহুম আব্দুস সামাদ ফাউন্ডেশনের চেয়ারম্যান এম এ আহাদ। তিনি ব্যক্তিগতভাবে এই কলেজের জন্য প্রয়োজনীয় ভূমি দান করেছেন এবং এই মহতী উদ্যোগের স্বপ্নদ্রষ্টা হিসেবে কাজ করছেন।
সম্পূর্ণ স্থানীয় এবং প্রবাসী শিক্ষানুরাগী ও দানশীল ব্যক্তিবর্গের সম্মিলিত সহযোগিতায় এই কলেজটি যাত্রা শুরু করতে যাচ্ছে। উদ্যোক্তাদের মতে, এলাকার মেহনতী মানুষ এবং বিদেশে অবস্থানরত কমলগঞ্জবাসীর অকুণ্ঠ সমর্থনে এই প্রতিষ্ঠানটি একটি আধুনিক ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে।
ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষ্যে মরহুম আব্দুস সামাদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম এক বার্তায় এই মহতী কাজের সাথে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, "আলহামদুলিল্লাহ, কমলগঞ্জ উপজেলার দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন আজ বাস্তবায়িত হতে যাচ্ছে। যারা এই কলেজ প্রতিষ্ঠায় আর্থিক, মানসিক এবং কায়িক শ্রম দিয়ে সহযোগিতা করছেন, তাদের সকলের প্রতি আমরা ঋণী।"
এলাকার সচেতন মহল মনে করছেন, আদমপুর ইউনাইটেড কলেজটি প্রতিষ্ঠিত হলে কমলগঞ্জের দক্ষিণাঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য আর দূর-দূরান্তে যেতে হবে না। এটি অত্র এলাকার শিক্ষার হার বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।