গলাচিপা উপজেলা প্রতিনিধি: মোঃ হোসাইন
পটুয়াখালীর গলাচিপায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে বিশেষ দোয়া ও কোরআন তেলাওয়াতের আয়োজন করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটে গলাচিপা উপজেলা বিএনপির অফিস প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা মরহুমা দেশনেত্রীর রুহের শান্তি ও মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া এবং কোরআন তেলাওয়াত করেন। জৈনপুরী খানকা মাদ্রাসার ছাত্ররা পবিত্র কোরআন তেলাওয়াত এবং দরুদ পাঠের মাধ্যমে দোয়ায় অংশ নেন। আয়োজনটি সম্পন্ন করেন বিএনপির সাংগঠনিক কার্যক্রমে যুক্ত স্থানীয় নেতৃবৃন্দ এবং সক্রিয় কর্মীরা।মরহুমা দেশনেত্রীর রুহের শান্তি ও জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য বিশেষ প্রার্থনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা, কল্যাণ এবং সমাজে সুসম্পর্ক বজায় রাখার জন্যও দোয়া করা হয়। স্থানীয় সাংগঠনিক নেতা ও কর্মীরা বলেন, একজন মুসলমানের মৃত্যুর পর তার আত্মার শান্তি ও মাগফেরাতের জন্য কোরআন তেলাওয়াত এবং দোয়া করা ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা। সেই শিক্ষার আলোকে দেশনেত্রীর স্মরণে এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।দোয়া শেষে মরহুমার আত্মার শান্তি কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবার ও সমগ্র দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানানো হয়। অংশগ্রহণকারীরা দেশনেত্রীর স্মরণে শ্রদ্ধা জ্ঞাপন করে প্রার্থনা করেন এবং তার অবদানের প্রতি সম্মান প্রদর্শন করেন।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।