সুনামগঞ্জ প্রতিনিধিঃএস ডব্লিউ সাগর তালুকদার
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের হাজী কনু মিয়া স্কুল ও কলেজের অ্যালামনাই এসোসিয়েশনের পক্ষ থেকে অত্র সংগঠনের উপদেষ্টা তিনজন দেশ প্রত্যাবর্তনে তাদের কে সংবর্ধনা দেওয়া হয়।
আজ ০৯ জানুয়ারি ২০২৬ রোজ শুক্রবার সন্ধ্যায় সম্প্রতি এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তিন কৃতী, জমির আলী, শফিকুল ইসলাম, ও মিজানুর রহমান জুনেল কে সম্মাননা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে অত্র সংগঠনের উপদেষ্টা ওয়ালিদ আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লাল মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, সমাজসেবক আবুর রউফ, অত্র সংগঠনের উপদেষ্টা, ওলিউর রহমান, আখলুছ আলী, সাংবাদিক সাগর তালুকদার, অর্থ সম্পাদক এম এ মামুন, সাংগঠনিক সম্পাদক রেদওয়ানুর রহমান ( আঙ্গুর) আঙ্গুর আলম তানসিন, গৌছ উদ্দিন, সহ উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ ও অ্যালামনাই এসোসিয়েশনের সদস্যবৃন্দ।
সম্মানিত ব্যক্তিরা তাঁদের কর্মজীবনে শিক্ষা, সমাজসেবা ও মানবকল্যাণমূলক কাজে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন। তাঁদের এই অবদানকে স্বীকৃতি জানাতেই এসোসিয়েশনের পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাক্তন শিক্ষার্থীদের এই ধরনের উদ্যোগ বর্তমান প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের সম্মাননা প্রদান অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।