নিজস্ব প্রতিবেদক, কমলগঞ্জ।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের চোখজুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য আর পাহাড়ি আঁকাবাঁকা পথে অনুষ্ঠিত হয়ে গেল দেশের অন্যতম জনপ্রিয় ট্রেইল রান 'রাজকান্দি হিল ২৫কিমি (সিজন-৪)'।
শুক্রবার (৯ জানুয়ারি) ভোরে কমলগঞ্জের যুগিবিল পাম বাগান মাঠ থেকে এই ম্যারাথনের সূচনা হয়।
'রাজকান্দি রানার্স'-এর আয়োজনে এবং অ্যাপোলো স্পেশালাইজড হাসপাতালের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় ৪০০ জন দৌড়বিদ অংশগ্রহণ করেন। প্রতিযোগিতাটি মূলত দুটি বিভাগে বিভক্ত ছিল ২৫ কিলোমিটার (কাট-অফ টাইম: ৫ ঘণ্টা), ১০ কিলোমিটার (কাট-অফ টাইম: ২ ঘণ্টা)
শীতের কুয়াশাভেজা সকালে শুরু হওয়া এই দৌড়ে অংশগ্রহণকারীরা পাহাড়ি ঝিরি, টিলা এবং চা বাগানের দুর্গম ও চ্যালেঞ্জিং পথ পাড়ি দেন। প্রতিযোগিতায় অংশ নেওয়া দৌড়বিদদের মতে, রাজকান্দির এই রুটটি যেমন চ্যালেঞ্জিং, তেমনি এর প্রাকৃতিক সৌন্দর্য ক্লান্তি ভুলিয়ে দেওয়ার মতো।
রেস ডিরেক্টর মো. জাকির হোসাইন সংবাদমাধ্যমকে বলেন, "প্রতি বছরই আমরা দৌড়বিদদের জন্য আরও নতুন ও চ্যালেঞ্জিং রুট উপহার দেওয়ার চেষ্টা করি। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং অ্যাডভেঞ্চার প্রিয়দের জন্য পাহাড়ি পথে নিজেদের সক্ষমতা যাচাইয়ের এটি একটি অনন্য সুযোগ।"
দৌড় শেষে অংশগ্রহণকারীদের মাঝে ফিনিশার মেডেল ও ই-সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়া ২৫ কিমি ও ১০ কিমি উভয় বিভাগে নারী ও পুরুষ ক্যাটাগরিতে শীর্ষ বিজয়ীদের হাতে বিশেষ ক্রেস্ট, নগদ অর্থ পুরস্কার তুলে দেয় আয়োজক কর্তৃপক্ষ।
দৌড়বিদদের নিরাপত্তা ও সহায়তায় পুরো পথে পর্যাপ্ত হাইড্রেশন পয়েন্ট, মেডিকেল সাপোর্ট এবং ভলান্টিয়ারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
উল্লেখ্য, রাজকান্দি হিল ম্যারাথন তার অনন্য রুটের কারণে গত কয়েক বছরে দেশের দৌড়বিদদের কাছে একটি অত্যন্ত আকাঙ্ক্ষিত ইভেন্টে পরিণত হয়েছে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।