মোঃ রিজভীল ইসলাম রিপোর্টার- স্বাধীন সূর্যোদয় জীবননগর উপজেলা প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগরে যৌথ বাহিনীর অভিযানে মোটরসাইকেলের কাগজপত্র ও চালকদের লাইসেন্স যাচাই-বাছাই করা হয়েছে। এ সময় আইন লঙ্ঘনের দায়ে তিনটি মামলা দায়ের করা হয় এবং মোট ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
শনিবার বিকালে জীবননগর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন কাগজ, ড্রাইভিং লাইসেন্স ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র তল্লাশি করা হয়।
অভিযান পরিচালনা করেন যৌথ বাহিনীর ওয়ারেন্ট অফিসার মোঃ আশরাফুল আলম। সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা সার্জেন্ট অফিসার (টিএসআই) আবুল আজাদ ইব্রাহিম এবং জীবননগর থানার এসআই হাবিব।
যৌথ বাহিনী সূত্রে জানা যায়, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, অবৈধ যান চলাচল রোধ এবং দুর্ঘটনা কমানোর লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।