সুনামগঞ্জ প্রতিনিধিঃএস ডব্লিউ সাগর তালুকদার
বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য সুনামগঞ্জ-৫ (ছাতক- দোয়ারা) আসনের স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান চৌধুরী মনোনয়ন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন।
নিজের (মিজানুর রহমান চৌধুরী ) ভেরিফাই ফেইসবুক আইডি থেকে বলেন,
সুপ্রিয় ছাতক ও দোয়ারাবাজার বাসী
আসসালামু আলাইকুম ও আদাব
আমি আপনাদের ভালোবাসায় সাড়া দিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ-৫ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোয়নপত্র দাখিল করেছিলাম। কিন্তু আমার শ্রদ্ধেয় অভিভাবক বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেব আমাকে গতকাল তাঁর গুলশান কার্যালয়ে ডেকে দল ও দেশের স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অনুরোধ করেছেন। আপনাদের ভালবাসা ও আবেগ আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। তবুও দলের সর্বোচ্চ নীতি নির্ধারকের অনুরোধ উপেক্ষা করে আমার জন্য অনেক কঠিন। এমতাবস্থায় আমি আমার মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।
জানি আমার এই সিদ্ধান্তে অনেকেই মনে কষ্ট পাবেন, বিরক্ত হবে। কারণ ইতোমধ্যে আমার জন্য আপনারা অসম্ভব ত্যাগ শিকার করেছেন। আমি আপনাদের সীমাহিন ত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। দেশ ও দলের এই ক্রান্তিলগ্নে দলীয় প্রধানের সিদ্ধান্ত মাথা পেতে নিয়েছি।
সুপ্রিয় ভাই ও বন্ধুগণ
আমি মিজান চৌধুরী আপনাদের মিজান চৌধুরী। অতীতে যেভাবে আমি আপনাদের সুখে-দুঃখে পাশে ছিলাম। ভবিষ্যতেও সেভাবে আমাকে আপনারা পাশে পাবেন। আমি ছাত্র জীবন থেকে শুরু করে দীর্ঘ যুগেরও বেশী সময় জাতীয়তাবাদী আদর্শের রাজনীতিতে সক্রিয় রয়েছি। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার রাজনৈতিক আদর্শ। আপসহীন দেশনেত্রী গণতন্ত্রেও মাতা মরহুমা বেগম খালেদা জিয়া ছিলেন আমার প্রেরণা। ছাতক ও দোয়ারাবাজারবাসী এবং আমার সমর্থক, শুভাকাঙ্খী ও শুভানুধ্যায়ী সকলের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি কথা দিলাম, অতীতে যেভাবে আপনাদের পাশে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো। ইনশাআল্লাহ।
প্রসঙ্গত. মিজানুর রহমান চৌধুরী ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, ২০১৮ সালের নির্বাচনে ছাতক-দোয়ারা আসন থেকে দলের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছিলেন তিনি।
নির্বাচনের পর তিনি দাবি করেছিলেন, তাঁর বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে। এবারের নির্বাচনে তিনি বিএনপির মনোনয়ন চেয়ে- না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন। এখানে দলের মনোনয়ন পেয়েছেন এই আসনের সাবেক সংসদ সদস্য সংগঠনের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।