মোঃরিয়াজুল ইসলাম নেছারাবাদ উপজেলা প্রতিনিধি।
গত কাল ১২ জানুয়ারী ভোর রাত ২ টায় বিশেষ অভিযানের মাধ্যমে নেছারাবাদ থেকে ইয়াবা সহ ৫ বিক্রেতাকে আটক করে পিরোজপুর ডিবি
পুলিশের একটি চৌকস টিম।মামলার এজাহার সূত্রে জানাযায় পিরোজপুর ডিবি পুলিশের এসআই মোস্তফা শওকত জামানের
নেতৃত্বে একটি চৌকশ টিম সোহাগদল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বকুল তলা থেকে ১০০ পিস ইয়াবা সহ তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন সোহাগদল ৭ নং ওয়ার্ডের এস এম হেমায়েত উদ্দিনের ছেলে রাকিবুল ইসলাম রাকু(৪৪),একই ওয়ার্ডের জহিরুল ইসলামের ছেলে বেল্লাল,সাইফুল ইসলাম(৩১),সোহাগ খলিফা(৩৫),বলদিয়া ইউনিয়নের রাজাবাড়ি গ্রামের আল মামুন মাসুমের ছেলে রাজ বাহাদুর(২৪)।পরে তাদেরকে পিরোজপুর ডিবির এস আই পলাশ বিশ্বাস এজাহার দাখিল করত এস আই মোস্তফা শওকত জামান বাদী হয়ে পিরোজপুর আদালতে প্রেরন করেন। নেছারাবাদ থানার মামলা নং ০৭।
মামলার বাদী এস আই শওকত জামান এ প্রতিনিধিকে জানান গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি সোহাগদল ইউনিয়নের বকুল তলায় রাকিবুল ইসলাম রাকুর টিনসেড বিল্ডিংএ বসে ইয়াবা বিক্রি
চলছে।সংগীয় ফোর্স সহ ৫ জন আসামীকে ১০০ পিস
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।