মোঃ রায়হান মিয়া কচুয়া চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়া উপজেলায় দীর্ঘদিনের জমি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুই ভাই গুরুতর আহত হওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি ২০২৬) সকালে উপজেলার কচুয়া উত্তর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের দক্ষিণ পাশের মাঠে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—নোয়াগাঁও গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে নাছির উদ্দিন (৪৫) ও সুর্যত আলীর ছেলে মিজানুর রহমান (৫০)। ঘটনার পর গুরুতর অবস্থায় প্রথমে তাদের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকালে নাছির উদ্দিন বিরোধীয় জমির দিকে গেলে পূর্বপরিকল্পিতভাবে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র—লাঠি, রড ও ধারালো দা নিয়ে তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে দা দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়।
হামলায় নাছির উদ্দিনের মাথা, পিঠ ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। অপরদিকে মিজানুর রহমানের বাম পা ও শরীরের বিভিন্ন অংশে আঘাত লাগে। এলাকাবাসী তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
ভুক্তভোগীর পরিবার আরও অভিযোগ করেছে, হামলাকারীরা ঘটনাস্থলে ভাঙচুর ও প্রাণনাশের হুমকি দেয়। বিষয়টি জানাজানি হলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।
এ ঘটনায় ওবায়দুর রহমান কচুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে কচুয়া থানার ওসি বোরহানউদ্দিন পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং ঘটনার তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।