কমলগঞ্জ প্রতিনিধি | মৌলভীবাজার
মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের পিচঢালা কালো পথ যেন ফের রক্তে রঞ্জিত হলো। এবার সেই তালিকায় যুক্ত হলো তরুণ শাহজাহান আহমেদের (২৫) নাম।
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে দীর্ঘ লড়াই শেষে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন তিনি। তার এই প্রস্থান কেবল একটি মৃত্যু নয়, বরং একটি পরিবারের আশার আলো চিরতরে নিভে যাওয়া, সিলেটের ইবনে সিনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
নিহত শাহজাহান কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের চিতলীয়া আমতলা গ্রামের মতলিব মিয়ার ছেলে। তার এমন মৃত্যুতে স্তব্ধ পুরো গ্রাম; শোকার্ত বাবা-মায়ের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার আকাশ-বাতাস।
শাহজাহানের নিথর দেহ এখন নিজ গ্রামে। শেষবারের মতো তাকে দেখার জন্য ভিড় করছেন প্রতিবেশী ও আত্মীয়-স্বজনরা। আগামীকাল রবিবার সকাল ১১টায় পূর্ব চিতলীয়া আবুর বাড়ি কবরস্থানে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপরই মাটির নিচে ঠাঁই হবে এই প্রাণোচ্ছল তরুণের।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।