মোঃ ছায়েদ আলী(শ্রীমঙ্গল প্রতিনিধি)
গত শুক্রবার কয়েকজন সচেতন যাত্রী শিশুটিকে উদ্ধার করে রেলওয়ে থানায় হস্তান্তর করেন। পরবর্তী দুদিন জি আর পি আওতাভুক্ত সিলেট বিভাগের বিভিন্ন রেলস্টেশনে মাইকিং করা হয় এবং শিশুর দেওয়া তথ্যের ভিত্তিতে কুলাউড়া, ভানুগাছ, মাইজগাঁও ও সিলেট স্টেশনে তাকে নিয়ে যাওয়া হলেও কোনো লিগ্যাল গার্ডিয়ানকে শনাক্ত করা সম্ভব হয়নি।
(১৮ জানুয়ারী ২০২৬ইং) রোববার দুপুরে শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি, শ্রীমঙ্গল থানার ওসি এবং সংশ্লিষ্টদের সহযোগিতায় শিশুটিকে শ্রীমঙ্গল সমাজসেবা অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়। এ কাজে গত শনিবার দৈনিক তৃতীয় মাত্রার শ্রীমঙ্গল প্রতিনিধি সাংবাদিক জহুরুলের বিশেষ সহযোগিতায় সমাজসেবার সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়।
শিশুটিকে কেউ চিনে থাকলে শ্রীমঙ্গল থানা, শ্রীমঙ্গল রেলওয়ে থানা অথবা শ্রীমঙ্গল সমাজসেবা অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।