
এস.এম. ইয়াছিন শামীম (লেখক ও সাংবাদিক) সরকার আসে সরকার যায় দেশটা পড়ে ফান্দে রাজনীতির প্যাঁচে পিষ্ট হয়ে আম জনতা কান্দে। কে নেবে চেয়ার নেবে ক্ষমতা দখলে নেবে দেশটা জনগন শুধু অসহায় চোখে দেখে যায় এর শেষটা। নীতি, রাজনীতি, দল, দলাদলি ফণা তুলে রয় সাপের দেখে মনে কেনা সম্পদ দেশটা কারো বাপের। খুন সন্ত্রাস ভয় ভীতি আর হানাহানি হরদম প্রতিযোগিতায় জিততেই হবে কেউ যায় না কম। দ্বন্দ্ব, সংঘাত, মিছিল, মিটিং হামলা, মামলা ভীতি জন জীবনের শান্তি কাড়ে ক্ষমতার রাজনীতি।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।